বাংলা আমার

সুবর্ণা চক্রবর্তী | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

বাংলা আমার রোদ ছড়ানো

মায়ের মিষ্টি মুখ,

বাংলা আমার বোনের চোখে

উপচে পড়া সুখ।

 

বাংলা আমার ভাইয়ের করা

অঙ্গীকারের নাম,

বাংলা আমার বাঁচার রণে

দিনমজুরের ঘাম।

 

বাংলা আমার একফালি সুখ

বাংলাতে গাই গান,

বাংলার নামে রয় জড়িয়ে

দেশপ্রেমের এক টান।

 

বাংলা আমার বাঁচার আশা

প্রশান্তির এক শ্বাস,

বাংলা আমার হৃদ মাঝারে

সুখের করে চাষ।

 

বাংলা আমার স্বাধীন সত্তা

বায়ান্ন যার মূল,

বাংলা আমার মুক্ত স্বদেশ

নেই কোনো এর তুল।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.)
পরবর্তী নিবন্ধসুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে স্কাউট আন্দোলন জোরদার করা জরুরি