প্রথমবারের মত ঢাকায় এসেছেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে এক ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এসে ইনস্টগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে বাংলায় লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। খবর বিডিনিউজের। পুরান ঢাকার আহসান মঞ্জিলে ঘোরাঘুরির ছবিও দিয়েছেন ফেসবুকে। কেউ একজন হানিয়া আমিরের চুলে ফুল গুঁজে দিচ্ছেন। সহকর্মীর সঙ্গে খুনসুটির মুহূর্তে পাওয়া গেছে হানিয়া আমিরকে। পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল জাদুঘরের সিড়িতে দাঁড়িয়ে হাসিতে ভেঙে পড়ছেন হানিয়া আমির।