মুজিব তুমি সবার নেতা
তুমি দেশের প্রাণ,
বাংলা মায়ের সূর্য সন্তান
রাখলে দেশের মান।
স্বাধীন করতে মাতৃভূমি
বাজি রেখে প্রাণ,
দেশের তরে অকাতরে
করলে জীবন দান।
একটাই নাম যে চির ভাস্বর
শেখ মুজিবুর রহমান,
জীবন দিয়েও অমর তুমি
বাংলার শ্রেষ্ঠ সন্তান।
মো. আলমামুন হোসেন | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৬:৫৪ পূর্বাহ্ণ