প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীকে ঘিরে নির্মিত হচ্ছে ‘বাংলার ভাবী’ নামের সিনেমা। এর মাধ্যমে ‘বাংলার ভাবী’ হয়ে এবার বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি।
এতে তার সঙ্গে থাকছেন ওমর সানীও। অর্থাৎ, অনেকদিন পর সিনেমায় দর্শকরা দেখতে পাবেন এই তারকা দম্পতিকে। এরই মধ্যে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছে তারা। এটি নির্মাণ করছেন নৃত্য পরিচালক সাইফুল ইসলাম। গাজীপুরের হোতা পাড়ায় চলছে ‘বাংলার ভাবী’র শুটিং। সেখানে দু’দিনের শুটিংয়ে শেষ হবে এর প্রথম লটের কাজ। খবর বাংলানিউজের।
নতুন এ সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমকে ওমর সানি বলেন, ‘দীর্ঘদিন পর আমি আর মৌসুমী একসঙ্গে সিনেমায় কাজ করছি। বেশ ভালো লাগছে। আমাদের পাশাপাশি এতে দর্শক দেখতে পাবেন একটি নতুন জুটিকেও। ভালো কিছুই হতে যাচ্ছে। ’ জানা যায়, ধারাবাহিকভাবেই সিনেমাটি শুটিং হবে এবং যাবতীয় কাজ সম্পন্ন করে মুক্তি দেওয়া হবে চলতি বছরই।