বাংলার পাশাপাশি ইংরেজি ভাষার চর্চাও দরকার

বিজিসি ট্রাস্ট ভার্সিটির নবীন বরণে ভিসি

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড.এএফএম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন চবি ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন প্রফেসর এএনএম ইউসুফ চৌধুরী, প্রফেসর ড. নারায়ণ বৈদ্য। বক্তব্য রাখেন প্রফেসর শ্বাশতী দাশ, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, সহকারী অধ্যাপক আবদুর রশিদ, বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন আরিফুল্লাহ, মেহেদী হাসান, মিজানুর রহমান, শাওন গুহ, নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাদিয়া আফরিন, আনিসুর রহমান।
প্রধান অতিথি বলেন, মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষার মাধ্যমে যদি দক্ষতা অর্জন করতে পারি তাহলে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে নিজেদের অবস্থান সমৃদ্ধ করতে পারব। শেষে ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশী ও বন্দর থানার ওসি পদে রদবদল
পরবর্তী নিবন্ধসড়কে অসম প্রতিযোগিতা পরিহার করতে হবে