বাংলার দামাল সন্তানেরা ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে

সাতকানিয়ায় মিলনমেলায় মুহাম্মদ শাহজাহান

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আমাদের দামাল সন্তানেরা জুলাইআগস্ট বিপ্লবে বীরোচিত ভূমিকা পালন করে এই ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। এই ফ্যাসিবাদ আর বাংলাদেশে ফিরে আসতে না পারে, আমরা আর ফিরে আসতে দেব না। ফ্যাসিবাদের ফিরে আসার রাস্তা আমরা যদি চিরতরে বন্ধ করতে চাই তাহলে আগামীতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণ এবং ইসলামের যারা প্রতিনিধিত্ব করবে সেই ধরনের লোকগুলোকে আমাদের আগামীতে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে পাঠাতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়াস্থ আদর্শ মহিলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মিথ্যা মামলার আসামি, কারা নির্যাতিত ও আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আহতদের নিয়ে প্রীতিভোজ ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক এমপি ও মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন ও পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ হোছাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক, বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, মহানগর জামায়াতের নায়েবে আমীর প্রকৌশলী নজরুল ইসলাম, মহনগর জামায়াতের সেক্রেটারি নরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিল জেলার এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হোছাইন, দক্ষিণ জেলার কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, জামায়াত নেতা ডা. আবদুল জলিল, সাতকানিয়া উপজেলা আমীর কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা আমীর আসাদ উল্লাহ ইসলামাবাদী, সাঙ্গু থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল্লাহ আসিফ আরমান, ডা. নুরুল হক, লোহাগাড়া জামায়াতের সেক্রেটারি আবুল কালাম ও দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ওয়াজেদ আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচেহারা নয়, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় যাচাইয়ের দাবি
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে বাংলাদেশি ভাবাদর্শে গড়ে তুলতে হবে