এসএসসি ৮৮ ব্যাচের সংগঠন বাংলাদেশ ৮৮ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কার্যকরী কমিটির সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগরের কোঅর্ডিনেটর ডা. মো. মনজুরুল করিম বিপ্লব। সভায় সারা দেশ থেকে আসা ৮৮ বন্ধুদের মিলনমেলার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জয়েন্ট কোঅর্ডিনেটর ডা. এহসান, খোকন, সাইফুল, দুলারী, আরশাদ, রিপন, লাকী, মুন্নি, জোনাকী, সোহেল, সিরাজী, কিরণ, মিঠুন, মোস্তফা, বাদল, মুরাদ, সোহেল, ভুট্টো, মহিউদ্দিন, লিটন, ছিনু ও সোহেল। প্রেস বিজ্ঞপ্তি।