বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সদর দফতরস্থ প্রশিক্ষণ কেন্দ্রে Identifying and Overcoming Obstacles in Providing Quality Customer Service শীর্ষক একদিনের এক প্রশিক্ষণ কর্মশালা গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। এতে সভাপতিত্ব করেন বিএইচবিএফসি প্রশিক্ষণ ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক প্রলয় কুমার ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপমহাব্যবস্থাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় বিএইচবিএফসি’র ১০ম ও তদূর্ধ্ব গ্রেডের ৩৫ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্যে ড. সেলিম উদ্দিন কর্মশালা থেকে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজেদেরকে বুদ্ধিবৃত্তিক সম্পদে পরিণত করার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান। মো. আফজাল করিম প্রতিযোগিতামূলক সেবা ও ব্যবসা সেক্টরে গ্রাহক-বান্ধব গুণগত সেবার বিকল্প নেই বলে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।











