বাংলাদেশ স্বাধীন না হলে স্বাধীনভাবে কথা বলা যেত না

মীরসরাই এসো’র অনুষ্ঠানে ডা. কনক কান্তি বড়ুয়া

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

মীরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের গুণীজন সংবর্ধনা, মেধাবৃত্তি ও স্বনির্ভর আত্মকর্মসংস্থান অনুদান প্রদান গত শনিবার দিনব্যাপী মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দে। সাধারণ সম্পাদক এস. এম. আবুল হোসেনের সঞ্চালনায় অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন না হলে স্বাধীনভাবে কথা বলা যেতনা। আমাকে স্বাধীনতা পুরস্কারে জন্য মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ। মীরসরাই থেকে দুইজন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন একজন মীরসরাইয়ের অভিভাবক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, অন্যজন আমি।

বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ক্লিফটন গ্রুপের পরিচালক ও সিইও লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, গুনীজন সংবর্ধনা ও মেধাবৃত্তি উপ-কমিটির আহবায়ক প্রফেসর সামস উদ দোহা, সদস্য সচিব মো. আইয়ুব বলী, উপজেলা আ.লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, এসোসিয়েশনের উপদেষ্টা অ্যাড.আব্দুল মান্নান, মো. কামরুল হাসান হারুন, উপদেষ্টা লায়ন তাহের আহমদ, সংবর্ধিত অতিথি মকছুদ আহাম্মদ চৌধুরী।

উপস্থিত ছিলেন মহিউদ্দিন শাহ আলম নিপু, কামরুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক মনি, আব্দুল হাশিম চৌধুরী, এস. এম মহিউদ্দিন,ছাবের আহমদ নিজামী, মো. ইউনুছ ভূইয়া, তৌহিদ উদ দৌজা ভূইয়া, এ জেড এম সাইফুল ইসলাম টুটুল, ইঞ্জিনিয়ার হামিদুল হক, বেলায়েত হোসেন, মেহেদী হাসান চৌধুরী, নুরুল ইসলাম ইরান, আরিফ মঈনুদ্দীন, লায়ন রাশেদা আক্তার মুন্নি, এস এম নিজাম উদ্দিন হারুন, এহছানুল আজিম লিটন, অ্যাড. এমরান উদ্দিন স্বপন, মো. ইসমাইল নিজামী সবুজ, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, মো.কামরুল হাসান, লায়ন জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে একটি সংগঠন, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ মোট ১৯ গুনী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া ৪৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি, স্ব-নির্ভর ও আত্মকর্ম সংস্থানে ২০ জনকে রিক্সা ভ্যান ও ৪৪ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধদক্ষিণজেলা কৃষকলীগের বৃক্ষরোপন কর্মসূচি