বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ৬০তম বার্ষিক সভা

| শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্টিল রিরোলিং মিলসের ৬০তম বার্ষিক সভা সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুর ১২টায় বিএসইসি’র গাইডলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এফসিএ সভায় সভাপতিত্ব করেন। সভাপতি তার স্বাগত বক্তব্যে কোম্পানিরর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার পাশাপাশি বর্তমান বিশ্ব অর্থনৈতিক অবস্থা ও ব্যবসাবাণিজ্যে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন সিদ্ধান্তেরও প্রশংসা করেন। সভায় কোম্পানির ২০২১২২ অর্থ বছরের নিরীক্ষিত হিসাববিবরণী এবং পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়।

শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২২২৩ অর্থ বছরের জন্য কোম্পানির পরিচালক এবং নিরীক্ষক নিয়োগ করেন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব আমীর আলী হোসেন পরিচালকমণ্ডলির বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎ কর্মপরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডাদের অবহিত করেন। শেয়ারহোল্ডাররা তাদের নিজ নিজ বিও আইডি দিয়ে ওয়েব লিংকে প্রবেশ করে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন এবং কোম্পানির ৩৫ শতাংশ নগদ লভ্যাংশসহ সকল এজেন্ডাসমূহ অনুমোদন করেন। এছাড়া নিরীক্ষিত হিসাব বিবরণীসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করেন শেয়ারহোল্ডাররা এবং কোম্পানি সচিব তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন। এছাড়াও শেয়ারহোল্ডাররা তাদের মূল্যবান মন্তব্যে কোম্পানির পরিচালকমণ্ডলী এবং ব্যবস্থাপনার প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও নির্ভরতার কথা পুনঃব্যক্ত করেন।

ভার্চুয়াল সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকমণ্ডলী, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার যোগদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরং তুলির আঁচড়ে শিশুরা কোমল মনের অভিব্যক্তি ব্যক্ত করে
পরবর্তী নিবন্ধঅসহায় বিচারপ্রার্থীদের আইনি অধিকার নিশ্চিত করেছে সরকার