জাতিকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হলে স্কাউটসের বিকল্প নেই। স্কাউটিং কার্যক্রমই পারে সুশৃঙ্খল ও মানবিক জাতি উপহার দিতে। গত শুক্রবার বাংলাদেশ স্কাউট কর্ণফুলী উপজেলার নবগঠিত ত্রৈবার্ষিক নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, স্কাউট আন্দোলনকে আরো বিকশিত করতে হবে। বিশেষ করে মানবিক, সুস্থ ও সুন্দর দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আরো বেশি করে সম্পৃক্ত করতে হবে স্কাউটিংয়ে। কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত নবগঠিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কর্ণফুলি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত। আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউট কর্ণফুলী উপজেলার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সৈয়দা আমাতুল্লাহ আরজু। স্বাগত বক্তব্য রাখেন আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুল আলম। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট দল উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।