বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য সৈয়দ মোহাম্মদ তানসীর। সম্প্রতি অনুষ্ঠিত এসাসিয়েশনের নির্বাহি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমবারের মত সেপাক টাকরো এসোসিয়েশনের দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বে বাংলাদেশ সেপাক টাকরো দল (পুরুষ এবং মহিলা) নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহন করে। সেখানে পুরুষ বিভাগে কোয়াড ইভেন্টে বাংলাদেশ দল রানার্স হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া নারী এবং পুরুষদের পাঁচটি ইভেন্টে পাঁচটি ট্রফি লাভ করে বাংলাদেশ দল। সহ সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেপাক টাকরোকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন সেপাক টাকরো এদেশে নতুন একটি খেলা হলেও সঠিকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এই সেপাক টাকরোতে সাফল্য পাওয়া সম্ভব।