বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

শ্যামা পূজার অনুষ্ঠানে এম এ সালাম

| মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। গতকাল সোমবার হাটহাজারী সদরস্থ সীতাকালী মন্দিরে শ্যামা পূজা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এম এ সালাম বলেন, বাংলার সকল মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। কিন্তু একটি গোষ্ঠী সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করে এবং অনেকে না জেনে না বুঝে সেই গোষ্ঠীর ফাঁদে পা দেয়। বাংলাদেশের জন্ম হয়েছিল অসাম্প্রদায়িক চেতনায়। যেখানে সকল ধর্মের মানুষের স্বাধীনতার কথা বলা হয়েছে এবং সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনের কথা বলা হয়েছে। সাম্প্রদায়িক গোষ্ঠীরা সংখ্যায় কম। তাই তাদেরকে মোকাবিলা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সাম্প্রদায়িক গোষ্ঠী কোনোকিছু করতে সাহস পাবে না। সীতাকালী সেবক সমিতির সভাপতি মুন্সী বিজয় কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ইসকন বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। চবি শিক্ষক ড.শিপক কৃষ্ণ দেবনাথের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল আলম, বিপ্লব পার্থ। স্বাগত বক্তব্য রাখেন সেবক সমিতির সাধারণ সম্পাদক উদয় সেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির হোসেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধম্যাচ সেরা হয়ে তাসকিন বললেন জয়টা দরকার ছিল
পরবর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ে বালকে কক্সবাজার আর বালিকায় ব্রাহ্মণবাড়িয়া চ্যাম্পিয়ন