বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : লোহাগাড়ায় আমিনুল ইসলাম

| মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ১২:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে মানুষ একইসাথে রোজা এবং পূজা দুটোই পালন করতে পারে, যাতে সকল ধর্মের মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে সেটা নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলেছেন।

সোমবার (২৩ অক্টোবর) রাতে লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ কালে এসব কথা বলেন তিনি।

পরিদর্শন কালে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্ঠা নিবাস দাশ সাগর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, জেলা পরিষদ সদস্য আবদুল আলীম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার-প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য নুরুল হক, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান দুলাল, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শফিকুর রহমান, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবচার আহমদ, উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আক্তার কামাল পারভেজ, যুবলীগ নেতা আবছার উদ্দিন, শহিদুল্লাহ শহিদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা: রিটন দাশ, সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ, জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পলাশ দাশ, সাধারণ সম্পাদক খোকন সুশীল, ডা. সমীরণ দাশ, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মানিক সহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন হবে কক্সবাজারে
পরবর্তী নিবন্ধপ্যারিসে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের