বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির অনন্য উদাহরণ

হাইদচকিয়া গৌতমাশ্রম বিহারে সভায় সুশীল বড়ুয়া

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ আজ এক রেইনবো নেশন হিসেবে বিশ্বের মধ্যে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠন করে। গতকাল শুক্রবার ফটিকছড়ির হাইদচকিয়া গৌতমাশ্রম বিহারে সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া এসব কথা বলেন। সভায় আরো বক্তব্য দেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মং হলা চিং, ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। ধর্ম দেশনা করেন রতনপ্রিয় মহাস্থবির, প্রিয়ানন্দ মহাস্থবির, শাসননান্দ মহাস্থবির, . ধর্মকীর্তি মহাস্থবির, প্রজ্ঞাবংশ মহাস্থবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধহামিদিয়া বাগদাদিয়া এতিমখানার শিশুরা পেল ঈদ পোশাক