বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কিনা জানা যাবে ১৪ নভেম্বর

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে গতকাল রোববার জিতলে এক ঢিলে দুই পাখি মারতে পারতো বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হতো। সেইসঙ্গে পরের বিশ্বকাপেও মূলপর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতো। পাকিস্তানের কাছে হেরে সেই সুযোগ হারিয়েছে সাকিব আল হাসানের দল। এখন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মূলপর্বে খেলতে পারবে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে ১৪ নভেম্বর পর্যন্ত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে।

মূলপর্বে সরাসরি খেলবে ১২ দল। এর মধ্যে আছে স্বাগতিক দুই দল। এছাড়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ২০২৪ বিশ্বকাপে। বাকি দুই দল আসবে র‌্যাংকিং থেকে। সেই হিসেবে বাংলাদেশ আর আফগানিস্তানের সরাসরিই বিশ্বকাপে সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত। তবে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে অপেক্ষা করতে হবে ১৪ নভেম্বর পর্যন্ত।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষ ৮ দলের মধ্যে আছে নেদারল্যান্ডসও। ডাচরা গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগামী বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। গ্রুপ-২ তে সেরা চারে আছে তারা। বাংলাদেশ শেষ করেছে গ্রুপে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থেকে। এই গ্রুপে বাকি তিন দল ভারত, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকাও সরাসরি খেলবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল স্পোর্টস কার্নিভ্যাল শুরু
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ থেকে দেড় কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ