মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ বলেছেন, বাংলাদেশ একটি সমপ্রীতির দেশ। এদেশের উন্নয়ন–সমৃদ্ধি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সব ধর্ম, বর্ণ ও জাতি গোষ্ঠির বিশেষ ভূমিকা রয়েছে। জুলাই আন্দোলনেও রয়েছে অসংখ্য সনাতনীর আত্মত্যাগ।
পূজা উদযাপন পরিষদ চান্দগাঁও থানা আয়োজিত বিজয়া দশমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সঞ্জীব বরণ নাথ। দীপঙ্কর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সৈয়দ শিহাব উদ্দিন, মোহাম্মদ আজম, মো. জাফর আহমেদ, মো. আশরাফুল ইসলাম, ইলিয়াস চৌধুরী, ইকবালুর রহমান চৌধুরী, জানে আলম জিকু, নাছির উদ্দিন, আবু বক্কর সিদ্দীক, ওসমান গণি, হাজী মোহাম্মদ কামাল।
টিটন চৌধুরীর সঞ্চালনয় স্বাগত বক্তব্য রাখেন সমীরণ দাশ। অতিথি ছিলেন মো. ইসমাইল হোসেন আবু, দিপঙ্কর দেবনাথ, প্রিয়তোষ ঘোষ রতন, মো. জাফর, মো. মহসিন, প্রিয়তোষ নাথ, মিশু চৌধুরী, রূপন দাশ, সৌরভ ধর, বিপন ঘোষ, রাজদীপ ভট্টাচার্য্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।