বাংলাদেশ সমভাবে সব ধর্মের মানুষের : এটিএম পেয়ারুল

| শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:৩৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ি কোঠেরপাড় বৌদ্ধ ত্রিরত্নাঙ্কর বিহারে কঠিন দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বিশ্বের থেরবাদী বৌদ্ধজগতে কঠিন চীবর দনোৎসব একটি জাতীয় উৎসব। মাসব্যাপী কঠিন চীবর দানোৎসবের মধ্য দিয়ে বৌদ্ধরা বুদ্ধের আদর্শ নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল থাকার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসামপ্রদায়িক দেশ। এই দেশকে কালিমা লেপন করতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বৌদ্ধ ধর্মের প্রবক্তা বুদ্ধের সাম্য, মৈত্রী, নীতি আদর্শ, অনুসরণ ও অনুশীলন যথাযথভাবে করলে সমাজে অশান্তি থাকবে না। পরিবার, সমাজ ও রাস্ট্রের প্রত্যেক মানুষকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। অশান্তি, বিশৃঙ্খলা, অনৈতিক কাজ কোন ধর্ম সমর্থন করেনা। যার যা ধর্ম তা পালনের স্বাধীনতা সকলেরই থাকবে। সরকার সেই চেতনায় বিশ্বাস করে। ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল। উদ্বোধক ছিলেন সুগতপ্রিয় মহাথেরা, চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া, চেয়ারম্যান শফিউল আজম, প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, সুমনতিষ্য মহাথেরা, লোকজিৎ মহাথেরা, বোধিমিত্র মহাথেরা, ধর্মরত্ন মহ্‌েথরা, শান্তিরক্ষিত থেরো, প্রকৌশলী মিলন কান্তি বড়ুয়া, টুটুল বড়ুয়া, প্রকৌশলী সাবু বড়ুয়া, উত্তম বড়ুয়া,পঙ্কজ বড়ুয়া, প্রদীপ বড়ুয়া,সবুজ বড়ুয়া, আদর্শ বড়ুয়া, নিখিল বড়ুয়া, মাসুদ পারভেজ, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, নিজাম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট মেরীস স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে