বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ আজ ৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে। বাংলাদেশশ্রীলংকার এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। শ্রীলংকার বিপক্ষে টিটোয়েন্টি সিরিজটি এ বছর প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট বাংলাদেশের। শেষ কয়েকটি সিরিজে এই ফরম্যাটে সাফল্য পাওয়ায় এখন আর সহজ প্রতিপক্ষ নয় বলে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। ২০২২ সাল থেকে এই ফরম্যাটে কোনো দ্বিপাক্ষিক সিরিজে হারেনি তারা। এ সময় সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে চারটি সিরিজ জিতেছে টাইগাররা। গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ড্র করায় এই ফরম্যাটে বাংলাদেশের উন্নতি এখন স্পষ্ট। যদিও এই সময়ে বহুজাতিক টুর্নামেন্টে প্রত্যাশিত সাফল্য পায়নি টাইগাররা। এখন পর্যন্ত ১৫৮টি টিটোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫৯টিতে জয়, ৯৫টিতে হার এবং ৪টিতে ড্র করেছে। শ্রীলংকার বিপক্ষে এ পর্যন্ত ১৩বারের মোকাবেলায় ৪টিতে জয় এবং ৯টিতে হেরেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে লঙ্কানদের বিপক্ষে টিটোয়েন্টির রেকর্ডে উন্নতি করার সুযোগ পাচ্ছে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে টাইম আউটের জন্ম দেওয়া সাকিব এখন বাংলাদেশ দলের অধিনায়ক নেই। চোখে সমস্যার কারণে দলে নেই তিনি। কিন্তু শ্রীলংকা দলে আছেন ম্যাথুজ।

বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত গতকাল সিলেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো করছি, কিন্তু দল হিসেবে আমরা এখন পর্যন্ত বড় কোন ট্রফি জিততে পারিনি। কিভাবে আমরা বড় টুর্নামেন্টে ভালো করতে পারি এবং একটি ট্রফি জিততে পারি তার জন্য আমাদের ভাল পরিকল্পনা করতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম কমতে পারে, ইঙ্গিত প্রতিমন্ত্রীর