বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) নির্বাচন আজ। এ নির্বাচনের মাধ্যমে ২০২৫–২০২৭ মেয়াদের পরিচালনা পরিষদ গঠিত হবে।
নির্বাচন বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত মক্কা মদিনা ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় বিএসএএ’র নিজস্ব কনফারেন্স রুমে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কমডোর (অব.) এজেডএম জালাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সব ভোটারকে ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন পরিচালনায় বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া ও মো. জাহিদুল হাসান। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অমিয় শঙ্কর বর্মণ। আপিল বোর্ডের অন্য দুই সদস্য হলেন মোহাম্মদ শওকত আলী ও এসএম নাসির উদ্দিন। এর আগে চলতি বছরের অক্টোবর মাসে বিএসএএ’র নির্বাচন স্থগিত করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনি প্রক্রিয়ায় অনিয়ম ও একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগের পর নির্বাচন স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত না হওয়ায় চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) শারমিন জাহানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন প্রশাসককে ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল।












