বাংলাদেশ রেলওয়ের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক (পূর্ব) এবং বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি মো. সুবক্তগীণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। প্রতিযোগিতায় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন জোন ও বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এবারের প্রতিযোগিতায় সৈয়দপুর চ্যাম্পিয়ন, পাকশী দ্বিতীয় ও লালমনিরহাট তৃতীয় স্থান অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মাসুদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (পশ্চিম) মো. ফরিদ উদ্দিন, রেলওয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। দু’দিনব্যাপী এই ক্রীড়া আয়োজন রেলওয়ের কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে।










