বাংলাদেশ রেড জোনে আছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর এফডিসি এলাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরুর আগে তিনি এ মন্তব্য করেন। এসময় কর্নেল অলি সরকারের সমালোচনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারেও কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ রেড জোনে আছে। ডলারের মূল্য বেড়ে গেছে। আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। ৯ম পৃষ্ঠার ৬ষ্ঠ কলাম
দেশের ৮৫ শতাংশ জনগণ তত্ত্বাবধায়ক সরকার ও সুষ্ঠু নির্বাচন চায়। খবর বাংলানিউজের।
বিএনপির চেয়ারপারসনকে নিয়ে তিনি বলেন, বেগম জিয়া খুবই অসুস্থ। বর্তমান অবস্থায় থাকলে তিনি যেকোনো সময় মারা যেতে পারেন। এর দায় দায়িত্ব আপনাদেরকে (সরকার) নিতে হবে। আপনারা তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দিচ্ছেন না। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেন। এতে কোনো বড় ধরনের সমস্যা হবে না।
এ সময় বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিও করেন কর্নেল অলি। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের নামে মামলা নেই। কোর্টের মাধ্যমে আপনারা (সরকার) খারিজ করে দিয়েছেন। বিএনপির অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। যেকোনো সময় তাদের সাজা দিয়ে আপনারা জেলে ঢুকানোর পরিকল্পনা করছেন। এটা ভালো না। এতে রেষারেষি হবে। মিথ্যা মামলায় কাউকে সাজা দেওয়ার ব্যবস্থা করবেন না। পরিকল্পনা করে বিএনপির নেতাদের সাজা দেবেন এটা ঠিক না। এভাবে আপনারা এগিয়ে গেলে দেশে অশান্তি বাড়বে।