বিদ্যুতের লোডশেডিং, জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে নুরে আলম, আব্দুর রহিম, শাওনের মৃত্যুর প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শুধু আওয়ামী লীগের সময় নিরপেক্ষ নির্বাচন হয়’- যুক্তরাজ্যে বিবিসির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য দেশ-বিদেশের কেউ বিশ্বাস করে না। গতকাল সোমবার রাজধানীর মহাখালী আকিজ বিল্ডিং এলাকায় ঢাকা মহানগর উত্তরের ধারাবাহিক প্রতিবাদ সমাবেশে তিনি বিএনপি নেতা আমির খসরু এ মন্তব্য করেন। খবর বাংলানিউজের।
বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে-এমন স্লোগান দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, রাজপথে ফয়সালা প্রায় হয়ে গেছে। হয়ে গেছে না? হয়ে গেছে। এটাকে ধরে রাখতে হবে। বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে। লুটপাটের বিরুদ্ধে রায় দিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছে। গত শনিবার বনানীতে বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার পরও মহাখালীর সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হওয়ায় তাদের সাহসী আখ্যা দিয়ে সবাইকে ধন্যবাদ জানান আমীর খসরু। বনানীর হামলায় আহত হলেও সমাবেশে মাথায় ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দেন গত মেয়র নির্বাচনে ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।