বিশ্বকাপের মাঝপথে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক পদত্যাগ করেছেন। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান তাদের সপ্তম ম্যাচ খেলার আগের দিন সোমবার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। অবশ্য ইনজামামের পদত্যাগের কারণ দলের পারফরম্যান্স নয়, স্বার্থের সংঘাতের আশংকায় সরে দাঁড়াচ্ছেন। বেশ কিছু পাকিস্তানি মিডিয়া দাবি করেছে, খেলোয়াড়দের ম্যানেজমেন্ট কমিটি ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেডের শেয়ার হোল্ডার সাবেক অধিনায়ক। এই সংস্থা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদির মতো খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করে। রিজওয়ানও নাকি এই ফার্মের যৌথ মালিক। এই রিপোর্টের পর দলের নির্বাচন প্রক্রিয়া হয়েছে প্রশ্নবিদ্ধ।
ইনজামাম বলেছেন, এই অভিযোগ ওঠার পর পিসিবির সঙ্গে বসেছিলেন তিনি এবং বোর্ডকে তদন্তের দাবি জানান। বোর্ডও পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আর তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ব্যাটিং গ্রেট। তদন্ত শেষ হওয়ার পর পিসিবির সঙ্গে আবার বসবেন বলে ইনজামাম যোগ করেছেন, ‘আমরা ক্রিকেটাররা সবসময় দেশকে সেবা দেওয়ার জন্য আছি। আমি যেহেতু তদন্তের মুখোমুখি এবং আমার চাকরির যে ধরন, আমার উচিত পদত্যাগ করা এবং তাদের তদন্তের পথ পরিষ্কার রাখা।’