সিজেকেএস অ্যাথলেটিঙ লিগে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র-চট্টগ্রামের মত বিনিময় সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে গতকাল শনিবার আইস ফ্যাক্টরী রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মোহাম্মদ মসিউর রহমান চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ আলম যুদ্ধাহত, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকু প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে প্যাসিফিক জিন্সের পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ মোহাম্মদ তানসীর তাইমুর মোরশেদকে চেয়ারম্যান, ইফতেখার ল’ এসোসিয়েটসের পার্টনার ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. আলী হায়দারকে সম্পাদক, সাবেক জাতীয় অ্যাথলেট সোহেল সরওয়ারকে প্রধান সমন্বয়কারী, বীর মুক্তিযোদ্ধার সন্তান আরমান কাদরী, মো. ইসমাইল রুবেল সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র অ্যাথলেটিঙ কমিটি গঠন করা হয়।