বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের দায়িত্ব প্রাপ্ত চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফরিদা খানম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটি অনুমোদন করেছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম চৌধুরী, আবুল হাশেম বক্কর, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ,নিয়াজ মোহাম্মদ খান ও দিদারুল আলম লাবুকে উপদেষ্টা মনোনীত করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এ্যাডহক কমিটির সদস্য ও প্রবীণ ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশরকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন করেছেন। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি আকতার পারভেজ হিরো,মো. সালাউদ্দিন, মাহফুজুর রহমান,কাজী মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক এমদাদুল হক বাদশা, মোহাম্মদ হাসান, ইনজামামুল হক, নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম, সাইফুল্লাহ চৌধুরী, বিপ্লব দে পার্থ, সৈয়দ মোহাম্মদ তানসীর,মো. এহসানুল হক চৌধুরী ইমাদ, মঈনুদ্দিন নূর তারেক।