আসন্ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশগ্রহনকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ক্রিকেট কমিটি গঠনকল্পে এক সভা ক্লাবের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, মশিউর রহমান চৌধুরী, সরোয়ার আলম চৌধুরী মনি, সৈয়দ মোহাম্মদ তানসীর সহ কর্মকর্তাবৃন্দ। সভায় আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগ পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ হিরোকে চেয়ারম্যান, এনএইচটি হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর এবং প্যানেল মেয়র আবদুস সবুর লিটনকে কো–চেয়ারম্যান, মাহফুজুর রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বোরহানুল হাসান চৌধুরী সালেহীনকে সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এহসানুল হক চৌধুরী ইমাদকে যুগ্ম সম্পাদক, মাহতাব উদ্দিন হুমায়ুন ট্রেজারার এবং ইমতিয়াজ আহমেদ রকিকে দলের ম্যানেজার মনোনীত করা হয়।
এছাড়া কমিটির পরিচালকরা হলেন জাসীর চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন, মো. সাব্বাব হোসেন অভি, ওমর মোকতাদির, তৌহিদ আহমেদ, আবদুল্লাহ জে অনিক, কাজী মফিজুর রহমান, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, জাবেদ সিদ্দিকী সানভী, মিশকাত আহমেদ, তানভীর খান, মো. মশিউর রহমান, সারতাজ এম ইমরান, মো. সাদ্দাম হোসেন, মোহাম্মদ ওসমান গনি, জাবেদ আলম, শাহ মোহাম্মদ ইমরান, তৌফিক ফরহাদ নুর, সৌমেন দত্ত রনি, মোহাম্মদ জয়নাল আবেদীন, জামাল হোসাইন, জুবায়ের সাদেক, শেখ বশির আহমেদ, মঈনুদ্দিন নুর তারেক, জারীফ রহমান। এছাড়া দলের সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার জুনায়েদ রহমান তানিন।