বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বাস্কেটবল কমিটি গঠিত

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বাস্কেটবল লিগে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের মতবিনিময় সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে গত রোববার অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মো. মসিউর রহমান চৌধুরী, ক্লাব কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ আলম যুদ্ধাহত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকুকে চেয়ারম্যান, মমতাময়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বীর মুক্তিযোদ্ধার সন্তান ইরফান কাদরীকে সম্পাদক এবং এন.এইচ.টি হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির তৈয়মুর মোরশেদকে ম্যানেজার করে ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বাস্কেটবল কমিটি গঠন করা হয়। কমিটির ভাইস চেয়ারম্যান আশিকুর নবী চৌধুরী, রাজিব বড়ুয়া, মেহেদী হাসান, মো. আবদুল্লাহ আল আমিন, হাসান মো. আবু হান্নান, পরিচালক মাহতাব হোসেন সজিব, শওকত আলী রনি, বিপ্লব মল্লিক, শুভ দাশ, রুমেল রাসা, রকিবুল হাসান, মো. আবিদ, সাইফুর রুমি, শিমুল মনির রেজভী, শহীদুল ইসলাম সাগর, মো. সোহাগ অলি।

পূর্ববর্তী নিবন্ধবড়ো জয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের
পরবর্তী নিবন্ধফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির কিউ বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন