বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রাম শাখার বার্ষিক সাধারণ সভা গত ১৬ অক্টোবর সভানেত্রী কামরুন মালেকের সভাপতিত্বে সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বেগম নিশাত ইমরান পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমিতির প্রয়াত সদস্যাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ সভানেত্রী বেগম রোকেয়া জামান। সভানেত্রী কামরুন মালেক তাঁর বক্তব্যে সমিতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি সমিতির উন্নয়নে সকল সদস্যাকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, আগামী ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। সভার আলোচ্যসূচী অনুযায়ী সাধারণ সম্পাদিকা বেগম জেসমিন সুলতানা পারু গত সভার কার্যবিবরণী পাঠ করেন এবং এর সমর্থন চান বেগম বেবি হাসান। তখন সভায় তা অনুমোদিত হয়, তারপর সাধারণ সম্পাদিকা জুলাই ২২–জুন ২৩ অর্থ বছরের অডিট রিপোর্ট উপস্থাপন করেন এবং সভায় সেটার সমর্থন করেন সমিতির সদস্যা চৌধুরী জুবাইরা সাকী জিপসী। অতঃপর সভায় তা অনুমোদিত হয়।
সমিতির সদস্যা জোবেদা মনোয়ার, আকলিমা আক্তার আখিসহ অন্যান্যা সদস্যারা সমিতির উন্নয়নে বিভিন্ন প্রস্তাব রাখেন। যেমন শোক দিবস পালন করা, বিজয় দিবস উদযাপন করা। উপস্থিত সদস্যাদের মধ্যে ছিলেন মেহের আফরোজ হাসিনা, নিলুফার বেগম, লক্ষ্মী ধর, আফরোজ নাজিম মায়া, নিশাত ইমরান, নাসিমা আক্তার চৌ, হোসনে আরা বেগম, আনার কলি, তাহেরা মাহমুদ, জাহানারা বেগম, রেহানা আক্তার, আকলিমা আক্তার, সায়রা বেগম, চৌ. জুবাইরা সাকী জিপসী, বেবি হাসান, জাহান আক্তার হোসাইন, রওশন জাহান, রুহিয়া হাবীব, ফিরোজো আহসান, সাবিহা মুসা, সাজেদা হক, বেগম আবিদা মোস্তফা, শামীম আরা লুসি, ডেইজি মুউদুদ, আরজু শাহাবুদ্দিন, ফাতেমা ইসলাম, মোছাম্মৎ ফাতেমা বেগম, নাঈমা ইসলাম, নুর আক্তার জাহান, রওশান আরা বেগম, সোহানা মেহজাবীন, বোরহানা কবির, সৈয়দা ফেরদৌস, আখতার বেগম, ডা. আরিফা বেগম, সেগুফা সুসান, শাহিদা আখতার, সেলিনা আক্তার। সভার শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদিকা বেগম আবিদা মোস্তফা। সভার শেষে সভানেত্রী তার বিদায়ী ভাষণের মাধ্যমে সভা শেষ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদিকা জেসমিন সুলতানা পারু। প্রেস বিজ্ঞপ্তি।