বাংলাদেশ ভারত সীমান্তের কাছে ব্রাহ্মণবাড়িয়ায় মৃদু ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকা থেকেও। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার বিকাল ৪টা ৫২ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে।
ইউএসজিএস বলছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ২৩ দশমিক ২ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে, ভারতের আগরতলা থেকে ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে, ত্রিপুরার রানিনগর থেকে ২৩ দশমিক ৪ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ৩৮ দশমিক ৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রুবায়েত কবির জানান, রাজধানী ঢাকা থেকে ১০৫ কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। খবর বিডিনিউজের।
মিয়ানমারে গত ২৮ মার্চ ৭ দশমিক ৭ মাত্রার যে ভূমিকম্প হয়েছিল, তার ধাক্কা বাংলাদেশের কিছু এলাকাতেও লাগে। ওই ভূমিকম্পে মিয়ানমারে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ অঞ্চলে ঘন ঘন ভূমিকম্পের এ প্রবণতা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের জন্যও। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।