বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন দৃঢ়তর হচ্ছে

হাজারী লেইনে বসন্ত উৎসবে ডা. রাজীব রঞ্জন

| শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের মৈত্রীর বন্ধন রয়েছে। তা দিন দিন আরও দৃঢ়তর হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়াতে অবকাঠামো উন্নয়ন এগিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার হাজারী লেইন বাসন্তী পূজা উদ্‌যাপন পরিষদ আয়োজিত পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা উপলক্ষে বসন্ত উৎসব ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চসিক কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে বাসন্তী মায়ের মুখন্মোচন করেন সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, কাউন্সিলর পুলক খাস্তগীর, সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী কৃষাণ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ। স্বপন দে ও শিবু প্রসাদ দাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌতম নন্দী বাপ্পী, খোকন দাশ, প্রশান্ত কুমার পান্ডে, সত্যজিত চৌধুরী, সন্তোষ দে, শিল্পী চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে স্বামীকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধমূল্য তালিকা না থাকায় ৫ দোকানিকে জরিমানা