‘তারুণ্যের উৎসব উদযাপনে’ গ্রাহক সেবা পক্ষ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গত রোববার বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের কনফারেন্স রুমে দিনব্যাপী এক আর্থিক সাক্ষরতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এ অফিসের পরিচালক (পরিদর্শন) মোহাম্মদ আশিকুর রহমান, পরিচালক (বৈদেশিক মুদ্রা) মো. আরিফুজ্জামান, পরিচালক (ব্যাংকিং) স্বরুপ কুমার চৌধুরী ও প্রধান কার্যালয়ের পরিচালক মো. ইকবাল মহসীন।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের ৭% হারে সিএসএসএমই ঋণ, ক্রেডিট গ্যারান্টি স্কীম, নতুন উদ্যোক্তাদের বিশেষ অর্থায়ন সুবিধা, নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা ও কৃষি পণ্য বাজারজাতকরণ ঋণ সু্ুবিধাসহ বিষয়ে বিভিন্ন ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান হতে অংশগ্রহণকারী ৮০ জন তরুণ উদ্যোক্তাদের মধ্যে ধারণা প্রদান করা হয় এবং নতুন উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, এ কর্মশালা পুজিঁর অভাবে ব্যবসা করতে না পারা সম্ভবনাময়ী তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা নিয়ে নিশ্চিত করতে ভুমিকা পালন করবে। এতে বেকারত্ব হ্রাস পাবে এবং উৎপাদন বৃদ্ধির ফলে আমদানি নির্ভরতা কমবে।
পরিচালক মো আরিফুজ্জামানের সভাপতিত্বে এতে এইচআরডির অতিরিক্ত পরিচালক ফিরোজ মাহমুদ ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। পরে পরিচালক মো. ইকবাল মহসীন ও অতিরিক্ত পরিচালক (এফআইডি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের প্রেজেন্টেশনের মাধ্যমে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাক্ষরতা, সিএমএসএমই, ও বিভিন্ন ঋণ ও বিনিয়োগ সুবিধা বিষয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।