বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের একাডেমিক পুরস্কার বিতরণ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির বিদায় গত ২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আরিফ হোসেন খান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের পরিচালক (প্রশাসন ১) মো. সালাহ উদ্দীন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক (ক্যাশ) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. রেয়াজ উদ্দিন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সমিত চাকমা, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের উপপরিচালক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য খুরশিদা জাহান সোমা প্রমুখ।

বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মঈন উদ্দিন সরকার ও সিনিয়র শিক্ষক সুরঞ্জন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক রুমি চক্রবর্তী, সহকারী শিক্ষক মনোয়ারা সুলতানা ও সহকারী শিক্ষক রাজীব ভট্টাচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়া বিএনপির লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধঅংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা