বাংলাদেশ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

| মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

‘মেয়াদী বিনিয়োগের বিপরীতে পুন:অর্থায়ন স্কিম ’এর আওতায় ক্ষুদ্র ও কুটির ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের ৭% মুনাফায় ২৫,০০০ কোটি টাকা বিনিয়োগকল্পে বাংলাদেশ ব্যাংকের সাথে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
গত ২৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসেরের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) মো. জাকের হোসেন এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাসে শিক্ষিকার শ্লীলতাহানি
পরবর্তী নিবন্ধভারুয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার