বাংলাদেশের শিল্পখাতে রপ্তানি এবং উৎপাদন সংক্রান্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি নিশ্চিত করার লক্ষ্যে গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের (জিটিএফ) আওতায় বিনিয়োগ বিতরণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংক শিল্পখাতে উৎপাদন এবং রপ্তানি সংক্রান্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির জন্য বিতরণকৃত বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। এসময় স্ট্যান্ডার্ড ব্যাংকের ইনভেস্টমেন্ট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট তাপস কুমার মন্ডল উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












