বাংলাদেশ ব্যাংকের নব নিযুক্ত নির্বাহী পরিচালককে চট্টগ্রামে সংবর্ধনা

| শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের নব নিযুক্ত নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম ব্যাংকারস্‌ ক্লাবের সভাপতি মো. মকবুল হোসেনকে সংবর্ধনা জানানো হয়েছে। চট্টগ্রাম ব্যাংকারস্‌ ক্লাব আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি গত বুধবার নগরীর আগ্রাবাদের গ্রীন শ্যাডো কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান, মো. সালাহ উদ্দিন, আশিকুর রহমান ও স্বরূপ কুমার চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক এবং ব্যাংকারস্‌ ক্লাবের নির্বাহী সদস্যগণ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাষাবিদ ড. মাহবুবুল হকের ১ম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আলোচিত রাজমিস্ত্রী হত্যাকান্ডে আটক ১