বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সম্মেলন ২৩ আগস্ট

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সম্মেলন আগামী ২৩ আগস্ট বিকেল ৫টায় টিআইসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সংগঠনের নবনির্বাচিত সভাপতি সংগীতশিল্পী বিপুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অভিষেক পর্বে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য যুগ্মসচিব সুমন বড়ুয়া। উদ্বোধক থাকবেন চট্টগ্রাম মেমন মাতৃসদন হাসপাতালের প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া। স্বাগত বক্তব্য দেবেন নবনির্বাচিত মহাসচিব ও নাট্যনির্মাতা শ্যামল চৌধুরী। প্রধান আলোচক থাকবেন অভিনেতা অশোক বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন লায়ন সোহেল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। আলোচক থাকবেন, স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, সংগীত পরিচালক পরমেশ বড়ুয়া ও নাট্যকার সুমন টিংকু। সঞ্চালনা করবেন সুপ্রিয় কুমার বড়ুয়া ও সঞ্চারী বড়ুয়া সাচী। ২য় পর্বে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় ‘সাংস্কৃতিক সন্ধ্যা : নব রবে অরুণোদয়ে’ অনুষ্ঠানে থাকছে আবৃত্তি, গান, নৃত্য ও নাটিকা। সঞ্চালনায় থাকবেন ইলা বড়ুয়া ও সেঁজুতি বড়ুয়া। এছাড়াও রয়েছেন আবৃত্তি নির্দেশনায় বনকুসুম বড়ুয়া, সঙ্গীত পরিচালনায় জুসি বড়ুয়া, নৃত্য পরিচালনায় অনন্য বড়ুয়া, শিল্প নির্দেশনায় হেমা বড়ুয়া, নাট্য নির্দেশনায় সীমান্ত বড়ুয়া ও তথ্যচিত্র রচনায় সেঁজুতি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ডিএপিএফসিএল শ্রমিকদের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ