বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সভা

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

সংস্কৃতি বিকাশে সাম্যের জয়গানে’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন বৌদ্ধ সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, উপস্থাপক, নির্মাতা ও বাচিক শিল্পীদের সমন্বয় করার মানসে আত্মপ্রকাশ করে বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদ। গত ৬ জুলাই নগরের জামালখান বৌদ্ধ যুব পরিষদ মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সাধারণ সভা পরিষদের আহ্বায়ক সংগীতশিল্পী বিপুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আহ্বায়ক পরিষদের সদস্য সচিব গীতিকার ও নাট্যনির্মাতা শ্যামল চৌধুরী বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন এবং সভা সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন সঞ্চিতা বড়ুয়া, দোলনচাঁপা বড়ুয়া, বিজন মুৎসুদ্দী, অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া, সুমন বড়ুয়া টিংকু, অনন্য বড়ুয়া, ইলা বড়ুয়া, নাগসেন বড়ুয়া, দেবজিৎ বড়ুয়া বাপ্পা, সুপ্রিয় কুমার বড়ুয়া, বনকুসুম বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া সাজু, আলপনা বড়ুয়া, হেমা বড়ুয়া, জুসি বড়ুয়া, সেঁজুতি বড়ুয়া, অধীতি বড়ুয়া, উর্মি বড়ুয়া, অপূর্ব বড়ুয়া প্রমুখ। সভায় বিপুল কান্তি বড়ুয়াকে সভাপতি ও শ্যামল চৌধুরীকে মহাসচিব নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমিতে মতবিনিময়