বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের শ্রোতা আনন্দ মেলা

| রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

শিশু, কিশোরকিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের শ্রোতা, শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তাকর্মচারীবৃন্দের উপস্থিতিতে ‘শ্রোতা আনন্দ মেলা’ অনুষ্ঠান গত ১৬ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মু. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন শিল্পী আব্দুল মান্নান রানা, মো: মোস্তফা কামাল, মামুনুর রশিদ শিপন প্রমুখ।

বক্তারা নারী, শিশু ও কিশোর কিশোরীর সামাজিক উন্নয়নে বেতারের ভূমিকা, ঐতিহ্য ও করণীয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। সভাপতিত্ব করেন কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক। শেষে শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। সঙ্গীতানুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় ছিলেন পাপিয়া আহমেদ ও সঞ্চালনায় ছিলেন নাসরিন ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে হামলা, আহত চার
পরবর্তী নিবন্ধরাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদলকর্মী খুন