বাংলাদেশ বেতার চট্টগ্রামে বিশেষ গীতিনকশা অনুষ্ঠান

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার চট্টগ্রাম থেকে একুশে ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় প্রচারিত হবে বিশেষ গীতিনকশা ‘বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার অহংকার’। গীত রচনা ও ভাষা দিবসের তাৎপর্য লিখেন বেতারের গীতিকার কোহিনুর শাকি। সুর ও

 

সংগীত পরিচালনা পাপিয়া আহমেদ, ধারা বর্ণনায় পারভীন আকতার, সম্পাদনা মো. জাহাঙ্গীর আলম, তত্বাবধানে শাহীন আকতার, প্রযোজনায় মো. নাঈম সিদ্দিকি। অনুষ্ঠানে সার্বিক নির্দেশনায় ছিলেন পরিচালক মাহফুজুল হক ও আঞ্চলিক পরিচালক প্রেম গোপাল হালদার। শিল্পীরা হলেনঅজয় কিশোর হোড়, সুজিত রায়, আলাউদ্দিন তাহের, কায়সারুল আলম, জয়ন্তী লালা, সুবর্ণা রহমান, মিতালী রায়, শিরিন আকতার ও নীলা মিত্র। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের দ্বি-বার্ষিক সম্মেলন ও সেমিনার
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রকাশনা অনুষ্ঠান