বাংলাদেশ বিষয়ে কেন্দ্র যা করবে, রাজ্য তাই শুনবে : মমতা

| মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তার রাজ্যের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে তথ্য দিয়েছে আনন্দবাজার পত্রিকা। তবে মমতা বলেছেন, বাংলাদেশ বিষয়ে কেন্দ্র যা করবে, রাজ্য তাই শুনবে। সংবাদমাধ্যমটি লিখেছে, গতকাল বিধানসভায় থাকার সময়েই বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগরতলায় নেমে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার খবর পান মমতা। এর পরেই মুখ্যসচিব বিপি গোপালিক ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী।

আলোচনা শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বলেন, দেশে সরকার আছে, বিষয়টি তাদের ওপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনো মন্তব্য করবেন না, যাতে কোনো হিংসা বা প্রতিরোধ শুরু হতে পারে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলা বা ভারতের শান্তি নষ্ট হয়। এটা আমার সবার কাছে অনুরোধ।

বিজেপি নেতাদের সতর্ক করে মমতা বলেন, বিশেষ করে বিজেপি নেতাদের বলছি, কারণ আপনারা এরই মধ্যে নানা কিছু পোস্ট করছেন। যে পোস্টগুলো করা উচিত নয় বলেই আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলছি, কেউ কোনো পোস্ট করবেন না।

পূর্ববর্তী নিবন্ধঢাকার কয়েক থানায় হামলা, আগুন
পরবর্তী নিবন্ধধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন