বাংলাদেশ বিশ্বে সম্প্রীতি প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত

চান্দগাঁও পূজা পরিষদের সম্মেলনে আ জ ম নাছির

| সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

চান্দগাঁও থানা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ, সংবর্ধনা চান্দগাঁও বাহির সিগনালস্থ চণ্ডী মন্দির প্রাঙ্গণে গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। থানা পূজা পরিষদের সভাপতি নিউটন কুমার মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চান্দগাঁও থানা পূজা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সঞ্জীব নাথ। বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, ওয়ার্ড আ.লীগের যুগ্ম আহবায়ক জসীম উদ্দীন, নঈম খান, মিথুন মল্লিক, অ্যাড. নিখিল কুমার নাথ, বিপ্লব সেন, অ্যাড. নটু চৌধুরী, দীপঙ্কর দেবনাথ, ঘোষ রতন। টুটুল নাথ ও মিলন দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক দীলিপ কুমার চৌধুরী, সঞ্জয় চৌধুরী, সন্তোষ ঘোষ, দীপঙ্কর ভট্টাচার্য, সমীরন দাশ, অসিত চৌধুরী, শিবলু ঘোষ, টিটন চৌধুরী, সঞ্জীব ভট্টাচার্য বাবু, পীযূষ চৌধুরী বসু, অমিত চৌধুরী, যীশু চৌধুরী, রূপন দাশ, রিঙ্কু দাশ, মিশু চৌধুরী, ছোটন বিশ্বাস, অভি চৌধুরী তমাল, রণধীর চৌধুরী, পিন্টু চৌধুরী, সানু বিশ্বাস চন্দন, সমিরন মল্লিক, দেবাশীষ আচার্য্য প্রমুখ। পরে অতিথিবৃন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি বলেন, জাতির পিতা সুদীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশকে বিশ্বে অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুলের সঙ্গে পার্কভিউ হাসপাতালের স্মারক চুক্তি
পরবর্তী নিবন্ধসৎ আদর্শিক নাগরিক রাষ্ট্রকে কল্যাণমূলক ধারণায় উপনীত করতে পারে