বাংলাদেশ বিমান বাহিনীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে। দিবসটি স্মরণীয় করার লক্ষ্যে উক্ত দিবসে বিশেষ দোয়া ও মোনাজাত এবং বিভিন্ন মেসসমূহে প্রীতিভোজ আয়োজনের পাশাপাশি বিমান বাহিনীর জন্ম ও ইতিহাসের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দিবসের অপরাহ্নে ঘাঁটি প্যারেড গ্রাউন্ডে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে এয়ার ভাইস মার্শাল মোঃ বদরুল আমিন, এয়ার অধিনায়ক, বি বা জহুরুল হক, ঘাঁটিতে কর্মরত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি (বিমান), অসামরিক কর্মচারী ও তাদের পরিবারবর্গ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।