আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এর একদিন আগে গতকাল বুধবার বাফুফে গত মৌসুমের সেরাদের পুরস্কৃত করেছে। গত মৌসুমে পারফরম্যান্স বিচারে বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। রাকিব হোসেন গত লিগে দেশি ফুটবলারদের মধ্যে সেরা পারফর্মার ছিলেন। নিজে গোল করেছেন ১০টি, আবার সতীর্থদের দিয়েও দুটি করিয়েছেন। বসুন্ধরা কিংসের ট্রেবল জয়ের পেছনেও তার অবদান অনেক। যদিও লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে বাফুফে ভবনে আসতে পারেননি রাকিব। ক্লাবের অনুশীলন শেষে খবরটি জেনে অনুভূতি ব্যক্ত করলেন এভাবে, ‘বিষয়টি জেনে খুব ভালো লাগছে। লিগ বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়। সেই লিগে আমি সেরা হয়েছি, এটা সত্যিই দারুণ আনন্দের। এই স্বীকৃতি সামনে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে।’ সামপ্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে মানসম্পন্ন ফুটবলারদের মধ্যে রাকিব অন্যতম। গতি, শ্যুটিং স্কিল ও ধারাবাহিকতা মিলিয়ে ভালো ফুটবলার হিসেবে তিনি স্বীকৃত। ঘরোয়া লিগের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও রাকিব তার মুন্সিয়ানা দেখিয়েছেন ওই মৌসুমে। গোলের খেলা ফুটবলে গোল বাঁচানোও বড় কাজ। বাফুফে লিগের সেরা গোলরক্ষককেও স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পুলিশের হয়ে খেলা আহসান হাবিব বিপু সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন। তিনি সশরীরে বাফুফে ভবনে ক্রেস্ট গ্রহণ করেন। লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আবাহনীর বিদেশি ফুটবলার স্টুয়ার্ট কর্নেলিয়াস। তিনি ইতোমধ্যে বাংলাদেশ ছাড়ায় তার পুরস্কার হয়তো আবাহনী ক্লাবেই থাকবে। সেরা কোচ হয়েছে পুলিশ এফসির সিওবা। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ফর্টিজ এফসি।