বাংলাদেশ প্রথম থেকেই ভ্যাকসিন পাবে : শ্রিংলা

| মঙ্গলবার , ৫ জানুয়ারি, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, বাংলাদেশের করোনা ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না। প্রথম থেকেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে। গতকাল সোমবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। খবর বাংলানিউজের।
শ্রিংলা বলেন, সিরাম ইন্সটিটিউটের সিইও যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের নজরে এসেছে। তবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই। বাংলাদেশ এই ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে।

পূর্ববর্তী নিবন্ধমানবসেবায় মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধনবাগত-বিদায়ী জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর