বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২০ প্রদান

| মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

২০২০ সালের এসএসসি/ সমমানের পরীক্ষাসমূহে বাংলাদেশ পুলিশে কর্মরত পুলিশ কর্মকর্তা/কর্মচারী ও নন-পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে জিপিএ ৫ প্রাপ্তদেরকে প্রদান করা হয়েছে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২০। গতকাল সোমবার দামপাড়াস্থ সি এম পি সদর দপ্তরের কনফারেন্স হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সি এম পি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
অনুষ্ঠানে সি এম পিতে কর্মরত পুলিশ কর্মকর্তা/কর্মচারী ও নন-পুলিশ পরিবরের সন্তানদের মধ্যে ২০২০ সালের এসএসসি/ সমমানের পরীক্ষাসমূহে জিপিএ ৫ প্রাপ্তদের হাতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদের পক্ষে ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী তুলে দেন সি এম পি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। প্রতি বছর এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হলেও এই বছর করোনা পরিস্থিতিতে আয়োজন না করে সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত হয়। ২০২০ সনের জন্য সিএমপি হতে ৬ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়।অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রীতিলতার আত্মহুতি দিবসে ছাত্র সমিতি চট্টগ্রামের শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধলায়ন্স চক্ষু হাসপাতালের সেবা বিশ্বমানের করার অঙ্গীকার