বাংলাদেশ-পাকিস্তান সিরিজে থাকছেনা ‘ডিআরএস’ সিস্টেম

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৮ মে, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেঅফের ম্যাচগুলোতে ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। এবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজেও ডিআরএস রাখতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএল চলাকালীন ভারতের সঙ্গে সামরিক উত্তেজনা শুরু হয় পাকিস্তানের। এক পর্যায়ে আতংকে পাকিস্তান ছেড়ে যান ডিআরএস প্রযুক্তি সরবরাহকারী হকআই দল। যুদ্ধবিরতির পর পুনরায় খেলা শুরু হলেও পাকিস্তানে ফেরেননি তারা। যে কারণে বাধ্য হয়েই ডিআরএস ছাড়াই অনুষ্ঠিত হয়েছে পিএসএলের শেষ কয়েকটি ম্যাচ। জানা গেছে, এখনও পাকিস্তান ফেরেনি প্রযুক্তি সরবরাহকারী দল। যে কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজও ডিআরএস ছাড়াই চলবে। বাংলাদেশ দলকে ইতোমধ্যে সিদ্ধান্ত অবগত করা হয়েছে বলে জানিয়েছে পিসিবি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচের মাইলফলকে হার্দিক পান্ডিয়া