বাংলাদেশ নিয়ে বিদেশিদের অযাচিত হস্তক্ষেপ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত

ইসলামিক ফ্রন্টের জনসভায় বাহাদুর শাহ মোজাদ্দেদী

| রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:০০ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে কোনোরূপ সরকারই নির্বাচন পরিচালনা করে না। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত থাকবে। আর কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদান করতে হবে। সুতরাং তত্ত্বাবধায়ক কিংবা কোনরূপ সরকার নয়, বরং সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনই রাজনীতিতে সৃষ্ট সংকটের অবসান হতে পারে। উপরন্তু সকল দলের অংশগ্রহণের মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন অধিকতর সম্ভব। এদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের দৌঁড়ঝাপ তথা অযাচিত হস্তক্ষেপ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। গতকাল শনিবার ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। শুভেচ্ছা বক্তব্য দেন, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী। স্বাগত বক্তব্য দেন, মোশাররফ হোসেন হেলালী। স ম হামেদ হোসাইন ও এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের যৌথ পরিচালনায় জনসভায় আরও বক্তব্য দেন, ছৈয়দ নাছেরুল হক চিশতি, অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, কাজী জসিম উদ্দীন, অ্যাডভোকেট এ এম একরামুল হক, জিল্লুল করিম আল কুতুবী, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মুফতি আলাউদ্দিন জিহাদী, আল্লামা সালাহউদ্দিন লতিফী, ছৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী, মাওলানা আবু হানিফ মধুপুরী, সালেহ আহমদ আনসারী, তাজুল ইসলাম চাঁদপুরী, নাজমুল হক আখন্দ, অ্যাডভোকেট ইমদাদুল হক পাটোয়ারী, অধ্যক্ষ রফিকুল ইসলাম জাফরী, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, তরিকুল হাসান লিংকন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা বদরুদ রেজা সেলিম, কুতুবুল হাসান চৌধুরী, অধ্যক্ষ মাওলানা সামসুদ্দোহা, মাওলানা মনির হোসাইন, অ্যাড. শেখ ফরিদ মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিকড় ফাউন্ডেশনের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধনিয়াজ আহমেদ চৌধুরী