অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৮ জানুয়ারি মালেয়েশিয়ায়। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল দেশ ছাড়ছে আজ। তবে সরাসরি মালয়েশিয়া নয়, সুমাইয়াদের গন্তব্য আপাতত শ্রীলঙ্কা। সেখানে লঙ্কানদের সঙ্গে চার ম্যাচের সিরিজ খেলে তারা সরাসরি চলে যাবেন বিশ্বকাপের ভেন্যুতে। এবারের অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে অস্ট্রেলিয়ার মতো দল। তাই সংগত কারণেই প্রতিপক্ষ দলগুলির তখন প্রমাদ গোনার কথা। তবে ভড়কে যাওয়াদের দলে নেই বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার। বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়কের ধারণা, বাংলাদেশকে গ্রুপে দেখেই উল্টো শঙ্কিত থাকবে অস্ট্রেলিয়াই। এবারের অনূর্ধ্ব–১৯ উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।
দেশ ছাড়ার আগে গতকাল সংবাদ সম্মেলনে সুমাইয়া সুনির্দিষ্ট করে কোনো লক্ষ্যের কথা বলেননি। তবে ভালো করার আশাবাদ শুনিয়েছেন তিনি। তিনি বলেন আসলে আমরা ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আর ভাল করার চেষ্টা করব। তিনি বলেন আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি, আমি জানি আমার দলের শক্তির জায়গা কী। আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি তাহলে ভালো কিছুই হবে। ভালো করার পথে বড় বাধা হতে পারে অস্ট্রেলিয়া। কিন্তু সুমাইয়ার সেই দুর্ভাবনা নেই একটুও। এই তরুণী বলেন অস্ট্রেলিয়া হোক বা যে–ই হোক, আমরা আমাদের খেলাটা খেলে যাব। আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে গিয়ে আমরা ভয় পাব। আমার মনে হয় উল্টো ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে তারা পড়েছে। সুমাইয়ার এমন আত্মবিশ্বাস দেখে চমকে উঠতে পারেন অনেকেই। তবে গত অনূর্ধ্ব–১৯ উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েই শুরু করেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতেছিল বাংলাদেশ। পরে সুপার সিক্স পর্বে ভালো করেও রান রেটের কারণে সেমিফাইনালে খেলতে পারেনি তারা।
এবারও চার গ্রুপের প্রতিটি থেকে তিনটি করে দল যাবে সুপার সিঙ পর্বে। সেখানে দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে। টুর্নামেন্টে অংশ নেবে ১৬টি দল। এই দলকে দিয়েই দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের কোনো দলকে কোচিং করাচ্ছেন সরওয়ার ইমরান। বাংলাদেশের ছেলেদের দলের অভিষেক টেস্টের কোচ ও দেশের ক্রিকেটের দারুণ শ্রদ্ধেয় এই কোচও আশার কথা শোনালেন। যদিও ব্যাটিং নিয়ে একটু ভাবনার জায়গা তার আছে। দলের ফিল্ডিং, বোলিং এগুলো টপ গ্রেডে ধরতে পারেন। ব্যাটিংটাও ভালো করে। তবে অভিজ্ঞতা কম। টি–টোয়েন্টি খেলার অভিজ্ঞতা কম। এজন্য ব্যাটিংকে একটু পিছিয়ে রাখছি। তার পরও গত দুই মাস ধরে অনুশীলন করে দলকে একটা অবস্থায় নিতে পেরেছি। আমি আশাবাদী যে দল ভালো করবে। কোচের কথার প্রমাণ পাওয়া গেছে কদিন আগে অনূর্ধ্ব–১৯ উইমেন’স এশিয়া কাপেও। সুপার ফোর পর্বে ও পরে ফাইনালে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে গিয়েছিলেন সুমাইয়ারা। একটি ম্যাচে তাদের ইনিংস শেষ হয়েছিল ৭৬ রানে, আরেকটিতে ৮০ রানে। এবার বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ–অধিনায়ক), মোসাম্মৎ ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।