বাংলাদেশ দূতাবাস আবুধাবীর উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষ্যে এক সভা রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে ও দূতাবাসের সচিব (লোকাল) লুৎফুন নাহার নাজিমের পরিচালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিশন উপ প্রধান মিজানুর রহমান, নবাগত মিনিষ্টার মোহাম্মদ আবদুল আওয়াল, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, লেবার কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন, জনতা ব্যাংকের সিইও কামরুজ্জমান, দূতাবাসের সচিব সাইফুল ইসলাম, দ্বিতীয় সচিব মাজাহারুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, প্রকৌশলী আশাীষ বডুয়া, আবু তাহের, প্রকৌশলী রফিক তালুকদার সহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












